‘ভিপি নূরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা’

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২০; সময়: ১১:৪১ পূর্বাহ্ণ |
‘ভিপি নূরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা’

পদ্মাটাইমস ডেস্ক : ধর্ষণে সহযোগিতার মামলায় আসামি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার বিকেলে মিরপুরের পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মামলা পুলিশ তদন্ত করছে। আমাদের সব নলেজে রয়েছে। যেভাবে অ্যাড্রেস করা দরকার সেভাবেই পুলিশ তদন্ত করছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

নুরসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর লালবাগ থানায় মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। মামলায় নূরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়।

পরে একই বাদী সোমবার রাতে কোতোয়ালি থানায় আরেক মামলায় অপহরণ, ধর্ষণ ও সামাজিক মাধ্যমে চরিত্রহননের অভিযোগ আনেন নূরের বিরুদ্ধে।

লালবাগ থানায় করা মামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ডাকা বিক্ষোভ মিছিল শেষে নূরসহ সাতজনকে আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে