বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২০; সময়: ১২:১০ অপরাহ্ণ |
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুর ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার ইচ্ছা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় দেয়া ভিডিও বার্তার প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী রায়া নামের ওই শিশুর সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বলেন, ‘অটিজম ম্যানেজমেন্ট সেন্টার’ নামে অটিজম সম্পর্কিত একটি ফেসবুক গ্রুপে রিয়া নামের একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তার শিক্ষিকা হাসিনা হাফিজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার ভালোবাসা উল্লেখ করে তার সঙ্গে কথা বলার স্বপ্ন জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন।

তিনি বলেন, শিশুটির ভালোবাসায় সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রিয়ার সঙ্গে ভিডিওকলে যুক্ত হয়ে তার খোঁজ-খবর নেন। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে রিয়া নামের ওই শিশুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিওকলে কথা বলার ছবি অনেকেই শেয়ার করেছেন।

  • 69
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে