কর্মশালা না করেই ভুয়া বিল, পরিবার পরিকল্পনার পরিচালক দুদকে

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ১০:০৪ অপরাহ্ণ |
খবর > জাতীয়
কর্মশালা না করেই ভুয়া বিল, পরিবার পরিকল্পনার পরিচালক দুদকে

পদ্মাটাইমস ডেস্ক : কর্মশালা না করেই ভুয়া বিল-ভাউচার দেখিয়ে টাকা লোপাটের অভিযোগে দুদকের বারান্দায় পরিবার পরিকল্পনার পরিচালক আশরাফুন্নেছা।

বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা পর্যায়ে ৪শ’ ৮৬টি কর্মশালা বাবদ বরাদ্দ ছিল ৭ কোটি টাকা। কাগজে কলমে এসব কর্মশালার কথা বলা হলেও বাস্তবে এমন কিছুই হয়নি। অথচ বিল ভাউচারে দেখানো হয় পুরো টাকাই খরচ হয়েছে। দুদকের কাছে অভিযোগ পুরোটাই লোপাট হয়েছে। এ অভিযোগে সাড়ে ৪ ঘণ্টা জেরা করা হয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আশরাফুন্নেছাকে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম শাখা। দুদকের কাছে এ শাখার নানা দুর্নীতি নিয়ে রয়েছে বিস্তুর অভিযোগ। প্রায় সবগুলো অভিযোগের সাথে নাম এসেছে ওই শাখার পরিচালক আশরাফুন্নেছার। এসব অভিযোগের ব্যাপারে জানতে বুধবার দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তাকে সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। তবে বেশিরভাগ প্রশ্নই এড়িয়ে যান তিনি।

জিজ্ঞাসাবাদের আগে বেশকিছু নথিপত্র পায় দুদক। তাতে উঠে আসে বাল্যবিয়ে প্রতিরোধে ২০১৮-১৯ অর্থবছরে দেশের উপজেলা পর্যায়ে ৪৮৬টি কর্মশালা বাবদ ৭ কোটি টাকা বরাদ্দ ছিল। এছাড়া পরিবার পরিকল্পনায় ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ করেন তার ভাই। বিজ্ঞাপনের কাজ পান তার আত্মীয় স্বজন।

তবে, আশরাফুন্নেছার দাবি দুদকে আসা অভিযোগ মিথ্যা।

দুদক সচিব জানান, তার বিরুদ্ধে আসা অভিযোগ প্রাথমিকভাবে যাচাইয়ের পরই অনুসন্ধানের জন্য আমলে নেয়া হয়েছে। প্রমাণ মিললে হবে মামলা বলে জানান দুর্নীতি দমন কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।

দুদকের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ও আশরাফুন্নেছার দুর্নীতির অভিযোগ তদন্ত করছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে