প্রধানমন্ত্রীর প্রনোদনার নামে ভুয়া ওয়েবসাইট খুলে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০; সময়: ৯:০৮ অপরাহ্ণ |
খবর > জাতীয়
প্রধানমন্ত্রীর প্রনোদনার নামে ভুয়া ওয়েবসাইট খুলে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ

পদ্মাটাইমস ডেস্ক : করোনাকালীন সময়ে দারিদ্র পরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৫০০ টাকার প্রনোদনার নামে ভুয়া ওয়েবসাইট খুলে জালিয়াতি করে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করায় তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে যশোরের শার্শা ও কোতয়ালী থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শাহরিয়ার আজম আকাশ, মোঃ মুশফিকুর রহমান ও মোঃ আহসান কবীর রনি। এসময় তাদের কাছ থেকে তিনটি ল্যাপটপ, ১টি সিপিইউ, ১টি মনিটর, ৫টি মোবাইল, ৮টি সিমকার্ড ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বিকালে র‌্যাব-৬ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন র‌্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্ণেল রওশনুল ফিরোজ। এসময় তিনি বলেন, বুধবার দিবাগত রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা থেকে শাহরিয়ার আজম আকাশকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কতোয়ালী থেকে মোঃ মুশফিকুর রহমান ও মোঃ আহসান কবীর রনিকে গ্রেপ্তার করা হয়। এরা প্রথমে ওয়েব ডিজাইনের কাজ করতো।

পরে অনলাইনে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করতো মানুষের কাছ থেকে। দরিদ্র পরিবারে প্রধানমন্ত্রীর ২৫০০ টাকার প্রনোদনার নামে ওয়েবসাইট খুলে সেখানে সাধারণ মানুষকে টাকা পাইয়ে দেবার নাম করে তাদের বিকাশ নাম্বার ও পিন সংগ্রহ করতো। তারপর সেই নাম্বার থেকে অনলাইন শপিং সাইট দারাজ ডট কমে তাদের সেলার অ্যাকাউন্ট থেকে পণ্য কিনে দারাজ এর কাছ থেকে অর্থ নিতো। এভাবে তারা ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করে।

  • 257
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে