‘মসজিদের নিচে গ্যাসের পাইপে ৬টি লিকেজ ছিল’

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০; সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ |
‘মসজিদের নিচে গ্যাসের পাইপে ৬টি লিকেজ ছিল’

পদ্মাটাইমস ডেস্ক : নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মসজিদের চার নম্বর পিলারের নিচে গ্যাস পাইপে ছয়টি লিকেজ পেয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রধান আব্দুল ওহাব তালুকদার বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিযেছেন।

তিনি বলেন, ‘মসজিদটি নির্মাণ করার সময় উত্তর পাশের ৪ নম্বর পিলারের নিচে গ্যাসের পাইপে ক্ষতি হয়। পরে মাটির স্পর্শে পাইপে ছয়টি লিকেজ তৈরি হয়। এই লিকেজ থেকে গ্যাস বের হতো।’

গত কয়েক দিনে গর্ত খুঁড়ে লিকেজ বের করে সেগুলো সংস্কার করা হয়েছে। আব্দুল ওহাব বলেন, ‘আজ (৯ সেপ্টেম্বর) আমরা গ্যাস লাইন চালু করে মসজিদের ভেতরের ফ্লোরে পানি ঢেলে চেক করে দেখেছি, কোথাও গ্যাস বের হতে দেখা যায়নি।’

তিনি বলেন, ‘মসজিদ কমিটির সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি- এই মসজিদের বিদ্যুতের দুটি লাইনের মধ্যে একটি অবৈধ ছিল।’

মসজিদের এলাকায় বন্ধ থাকা গ্যাস সরবরাহ আজ বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে চালু করা হয়েছে বলে জানান তিনি।

তদন্ত কমিটির প্রধান জানান, ঘটনাস্থলের তদন্ত শেষ হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার তারা রিপোর্ট দেওয়ার চেষ্টা করবেন।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে