মসজিদের আশপাশে গ্যাসের লাইনে লিকেজ পেয়েছে তিতাস

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২০; সময়: ১০:০৯ অপরাহ্ণ |
খবর > জাতীয়
মসজিদের আশপাশে গ্যাসের লাইনে লিকেজ পেয়েছে তিতাস

পদ্মাটাইমস ডেস্ক : নারায়ণগঞ্জের তল্লার বাইতুস সালাত মসজিদের আশপাশে গ্যাসের লাইনে লিকেজ খুঁজে পেয়েছে তিতাস।

এছাড়া, মসজিদের নিচে গ্যাস লাইন থাকতে পারে বলেও ধারণা সংস্থাটির। মঙ্গলবার মসজিদ কমিটির সঙ্গে কথা বলবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এদিকে এ ঘটনায় তিতাসের আট কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত ও কারণ দর্শাতে বলা হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে মসজিদে আশপাশের রাস্তা খনন শুরু করে তিতাস। দুপুর নাগাদ মসজিদ উত্তর পাশের পাইপলাইনে লিকেজের দেখা পায় খননকারী দল। এই লিকেজের খবর আগেই তিতাসকে জানিয়েছিলো বলে দাবি করেছিলো মসজিদ কমিটি। কিন্তু, সংস্থাটি বলছে, এমন কোনো তথ্য তাদের জানা ছিলোনা।

কিন্তু মসজিদ কমিটির দাবিকে মিথ্যা অভিহিত করে তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিক্রয় বিভাগের ডিজিএম মফিজুল ইসলাম বলেন, এ অভিযোগ পুরোপুরি মিথ্যা। এমন কোনো ঘটনা নেই যে আমাদে কাছে নোটিশ আসছে কিন্তু আমরা কাজ করিনি, অথবা অভিযোগ পাওয়ার পরও আমরা সেখানে উপস্থিত হয়নি এমন কোনো নজির নেই।

লাইনগুলো প্রায় ত্রিশ বছরের পুরোনো। তাই পাইপলাইনের সঠিক গতিপথ জানা নেই তিতাসের। তবে, ধারণা মসজিদের নিচেও গ্যাসের লাইন আছে।

মসজিদে বিস্ফোরণের ঘটনায় গঠিত তিতাসের তদন্ত কমিটির প্রধান আবদুল ওয়াহাব তালুকদার বলেন, প্রতিটি নকশায় রেফারেন্স পাস আছে। কোন বাড়ি থেকে কতটুকু দূরে লাইন সব তথ্য রয়েছে। তবে, ১৫ থেকে ২০ বছর আগের হওয়ায় রেফারেন্সগুলো নষ্ট হয়ে গেছে সেজন্য আমাদের সরেজমিনে পরিদর্শনে যেতে হবে।

মসজিদ লাগোয়া বিভিন্ন স্থাপনায় অবৈধ, অনিরাপদ গ্যাস সংযোগের খোঁজও পেয়েছে তদন্ত দল।

তিতাসের তদন্ত কমিটির প্রধান জানান, একটি অবৈধ গ্যাস সংযোগ বহুবার বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু ফের তারা সংযোগ নিয়েছে। এসব ঘটনার সঙ্গে যদি তিতাসের কেউ জড়িত থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান আবদুল ওয়াহাব তালুকদার।

বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দিতে চায় তিতাসের কমিটি। এদিকে, জেলা প্রশাসন ওই ঘটনায় গণশুনানির আয়োজন করে। এতে সাক্ষ্য দিয়েছেন ৬ জন।

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে