মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখতে হবে

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২০; সময়: ৯:৪৮ অপরাহ্ণ |
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখতে হবে

পদ্মাটাইমস ডেস্ক : সশস্ত্র বাহিনীতে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার ৭ সেপ্টেম্বর সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সশস্ত্র বাহিনী পর্ষদ-২০২০ এ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি মুক্তিযুদ্ধে অবদান রাখা সশস্ত্র বাহিনীর সদস্যদের বিভিন্ন অবদান তুলে ধরে বলেন, শুধু কাগজে কলমে নয়, যারা মাঠে ভালো পারদর্শিতা দেখাতে পারে এমন সদস্যদের সবসময় ভালো অবস্থানে রাখতে হবে।

যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করে এমন সদস্যদেরও গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা উচিত বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে