দেশ থেকে প্রথমবারের মতো নৌপথে পণ্য রপ্তানি হচ্ছে ভারতের ত্রিপুরায়

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২০; সময়: ৯:২৭ অপরাহ্ণ |
খবর > জাতীয়
দেশ থেকে প্রথমবারের মতো নৌপথে পণ্য রপ্তানি হচ্ছে ভারতের ত্রিপুরায়

পদ্মাটাইমস ডেস্ক : কুমিল্লার গোমতী নদী দিয়ে প্রথমবারের মতো নৌপথে পণ্য রপ্তানি হচ্ছে ভারতের ত্রিপুরায়। নৌপথ চালু হলে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

কুমিল্লার গোমতী নদীর বিবির বাজার অংশে উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, নৌ পথ চালু হলে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ভাবে পণ্য রপ্তানি হবে। করোনা মহামারীতেও দু’দেশের মধ্যে বাণিজ্যিক সংযোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

রীভা গাঙ্গুলি দাশ বলেন, করোনাকালে নৌ পথ ব্যবহার করার ফলে কম লোকের সংস্পর্শে আসবে এটা ভালো। এছাড়া এটা পরিবেশের জন্য ভালো, সাশ্রয়ী।

শনিবার পরীক্ষামূলকভাবে গোমতী নদীপথে বাংলাদেশ থেকে সোনামুড়া গেল ১০ মেট্রিক টন সিমেন্ট। গোমতী নদীপথে কুমিল্লার দাউদকান্দি থেকে ভারতের ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে