করোনাভাইরাসে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৯২

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২০; সময়: ৩:৫৪ অপরাহ্ণ |
খবর > জাতীয় / লিড
করোনাভাইরাসে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৯২

পদ্মাটাইমস ডেস্ক :  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৭ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪৭৯।

এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৯২ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ১৫৭।

রোববার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৯৩টি ল্যাবে ১১ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ২৯ হাজার ৩১২টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৪২৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ২ লাখ ২১ হাজার ২৭৫ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৬ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক ০৫ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩৮ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে