মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৩

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২০; সময়: ৯:৪৩ পূর্বাহ্ণ |
মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৩

পদ্মাটাইমস ডেস্ক : নারায়ণগঞ্জ ফতুল্লা তল্লা মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে। শামীম নামে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা গেছেন। রোববার সকালে জুলহাস নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানিয়েছেন, বিস্ফোরণে প্রাণ হারানো ২০ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। তিন জনের মৃতদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

এর আগে যারা মারা গেছেন তারা হলেন মোস্তফা কামাল (৩৪), মো. রিফাত (১৮), মো. রাসেদ (৩০), হুমায়ুন কবির (৭০), ইব্রাহীম বিশ্বাস (৪৩), জুয়েল, সাব্বির (২১), মসজিদের মুয়াজ্জিন মো. দেলোয়ার হোসেন (৪৮) ও তার সন্তান জুনায়েদ (১৭), মো. জামাল আবেদিন (৪০), কুদ্দুস ব্যাপারী (৭২), মাইনুদ্দিন (১২), জয়নাল (৫০), কাঞ্চন হাওলাদার, নয়ন, ৭ বছরের শিশু জুবায়ের, রাসেল (৩৪) ও মো. বাহাউদ্দিন (৫৫), মো. মিজান (৪০), মসজিদের ইমাম আবদুল মালেক নেসারি (৫৫) ও ফটো সাংবাদিক নাদিম হোসেন (৪৫)।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে