চুরি করতে গিয়ে ইউএনও’র ওপর হামলা, র‌্যাবের জিজ্ঞাসাবাদে আসাদুল

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০; সময়: ৮:২২ অপরাহ্ণ |
খবর > জাতীয়
চুরি করতে গিয়ে ইউএনও’র ওপর হামলা, র‌্যাবের জিজ্ঞাসাবাদে আসাদুল

পদ্মাটাইমস ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের বাসায় চুরির পরিকল্পনা আঁটেন রংমিস্ত্রি নবীরুল। পরে যুবলীগকর্মী আসাদুল ইসলাম ও আরেক রং মিস্ত্রী সান্টু কুমার বিশ্বাসের সঙ্গে এই পরিকল্পনা চূড়ান্ত করেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় রংপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩ অধিনায়ক আরো জানান, পরিকল্পনা অনুযায়ী চুরি করতেই ইউএনওর সরকারি বাসভবনে একাই প্রবেশ করেছিলেন নবীরুল।

কিন্তু তার উপস্থিতি টের পেয়ে যান ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। এসময় সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে তাদের দুজনকে একের পর এক আঘাত করে নবীরুল। এরপর বাসা থেকে বেরিয়ে চলে যায় হামলাকারী। র‌্যাব-এর জিজ্ঞাসাবাদে একথা স্বীকার করছেন আসাদুল।

র‌্যাব-১৩ কর্মকর্তা আরো জানান, চুরি ছাড়াও হামলার অন্য কোন কারণ আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এ ঘটনায় ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর, চিংড়ি ইউনিয়নের যুবলীগ সভাপতি মাসুদ ও ইউএনওর বাসভবনের নিরাপত্তা প্রহরী পলাশকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। যদিও আটক হওয়ার পরপরই জাহাঙ্গীর ও মাসুদকে বহিষ্কার করে যুবলীগ।

এর আগে বুধবার গভীর রাতে সরকারি বাসভবনের নিরাপত্তা প্রহরীকে আটকে রেখে, ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) হেলিকপ্টারে ইউএনওকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে এনে অস্ত্রোপচার করা হয়েছে। জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন ইউএনও ওয়াহিদা খানম।

  • 39
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে