ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার রাত ৯টায়

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২০; সময়: ৮:৩৭ অপরাহ্ণ |
খবর > জাতীয়
ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার রাত ৯টায়

পদ্মাটাইমস ডেস্ক : দুর্বৃত্তের হামলার শিকার ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে ইউএনওকে দেখে এসে গণমাধ্যমকে একথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এসময় তিনি বলেন, উনার সেন্স আছে, উনার সঙ্গে কথা বললাম। যখন উনাকে এখানে আনা হয় ও ভর্তি করা হয়, তখন অবস্থা যতটা আনস্টেবল ছিলো, এখন তার অবস্থা অনেক ভালো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে যেন সবচাইতে ভালো ট্রিটমেন্টটা আমরা তাকে নিশ্চিত করতে পারি। এক্ষেত্রে আমরা আশা করতে পারি যদি সবকিছু ভালো থাকে রাত ৯টায় অপারেশনটা হতে পারে। অপারেশনের পর আমরা আশা করি তার ইমপ্রুভমেন্ট হবে।

তিনি আরো জানান, কেন হামলা হয়েছে সেই বিষয়ে ইউএনও কিছু বলতে পারছে না। এছাড়া, সারা দেশের ইউএনওদের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে ওয়াহিদা খানমকে রাজধানীর ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। গঠন করা হয়েছে দুটি মেডিক্যাল বোর্ড। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ইউএনও ওয়াহিদা খানমের বাসভবনের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। পরে দুর্বৃত্তরা ইউএনওকে ধাতব পদার্থ দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তার বাবা এগিয়ে আসলে, তাকেও আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে রংপুরে নেয়া হয়। এরপর, ওয়াহিদা খানমকে ডক্টরস মেডিক্যালের আইসিইউতে, আর তার বাবাকে ভর্তি করা হয় রংপুর মেডিক্যালে।

এদিকে, কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলাবাহিনী। সিসিক্যামের ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে।

  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে