ডাক বিভাগের আলোচিত মহাপরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২০; সময়: ৮:৪২ অপরাহ্ণ |
খবর > জাতীয়
ডাক বিভাগের আলোচিত মহাপরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

পদ্মাটাইমস ডেস্ক : প্রকল্পে কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. সালাউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার বিরুদ্ধে সারাদেশে উদ্যোক্তাদের সাড়ে ৮ হাজার ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জামাদি সরবারহের কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে সরবারহ না বিল ভাউচার, আউটসোর্সিংয়ের কাজে নিয়জিত কর্মীর চেয়ে অতিরিক্ত বিল উত্তোলন, ই-সেন্টারে স্থাপনের ক্ষেত্রে অনিয়ম, ঠিকাদারী কাজে অনিয়ম, ভারতে শত কোটি টাকা পাচার ও বাড়ি আছে। এছাড়া নিজের নামে সম্পদ না রেখে আত্মীয়-স্বজনদের নামে সম্পদ করার অভিযোগ আছে।

তবে, জিজ্ঞাসাবাদ শেষে সব অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন সুধাংশু শেখর ভদ্র।

  • 36
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে