করোনায় আরও ৪২ জনের মৃত্যু, ২,৯৯৫ রোগী শনাক্ত

প্রকাশিত: আগস্ট ১২, ২০২০; সময়: ৪:১৫ অপরাহ্ণ |
করোনায় আরও ৪২ জনের মৃত্যু, ২,৯৯৫ রোগী শনাক্ত

পদ্মাটাইমস ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিন হাজার ৫১৩ জনে পৌঁছালো।

প্রথম কোভিড-১৯ শনাক্তের ১৫৮ তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৬ হাজার ৮৯৮ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৯৫ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৬টি ল্যাবে ১৪ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১১৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩২ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৯ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট শনাক্ত: ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন।
মারা গেছেন: ৩ হাজার ৫১৩ জন।
মোট সুস্থ: ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন।
মোট নমুনা পরীক্ষা: ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ২ কোটি ৫ লাখ ৪৪ হাজার ৪২৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৬৮৩ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৭ লাখ ৪৬ হাজার ৩৬৬ জনের। বাকী ৬৩ লাখ ৩৬ হাজার ৩৭৫ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ৫৩ লাখ ৬ হাজার ৮৫১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ৬ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ৩১ লাখ ১২ হাজার ৩৯৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে ভারত যাদের শনাক্তের সংখ্যা ২৩ লাখ ৩২ হাজার ৯০৮।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

যুক্তরাষ্ট্র: ১ লাখ ৬৭ হাজার ৭৬১ জন।
ব্রাজিল: ১ লাখ ৩ হাজার ৯৯ জন।
মেক্সিকো: ৫৩ হাজার ৯২৭ জন।
যুক্তরাজ্য: ৪৬ হাজার ৬২৪ জন।
ভারত: ৪৬ হাজার ২১৬ জন।
ইতালি: ৩৫ হাজার ২১৫ জন।
ফ্রান্স: ৩০ হাজার ৩৫৪ জন।
স্পেন: ২৮ হাজার ৫৮১ জন।
পেরু: ২১ হাজার ৫০১ জন।
ইরান: ১৮ হাজার ৮০০ জন।

  • 120
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে