মাস্ক না পরলে শাস্তি

প্রকাশিত: আগস্ট ১০, ২০২০; সময়: ৮:৪৬ অপরাহ্ণ |
মাস্ক না পরলে শাস্তি

পদ্মাটাইমস ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক বাধ্যতামূলক করেছে সরকার। কেউ যদি মাস্ক না পরে তাহলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তি দিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মানুষকে সচেতন থাকতে হবে। দেখা গেছে, অনেক মানুষের মধ্যে সচেতনতাটা কমে গেছে। সেটা আরও বৃদ্ধি করতে হবে।’

তিনি আরো বলেন, ‘এগুলো ক্যাম্পেইনে নিয়ে আসা এবং যথাসম্ভব যদি কোনও কোনও ক্ষেত্রে মোবাইল কোর্ট করা যায়। এগুলো নিয়েও সচিব কমিটিতে আলোচনা করে নির্দেশনা দিয়েছি। মাঠ প্রশাসনকেও বলেছি কঠোর অবস্থানে যেতে।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য যদি শাস্তি দেওয়া হয়, এটা প্রচার করার জন্য যে, মাস্ক না পরায় এতগুলো লোককে বাসে বা বাজারে বা লঞ্চে শাস্তি দেওয়া হয়েছে। এগুলো যদি প্রচার হয়, তাহলে মানুষও সচেতন হবে।’

  • 140
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে