অর্থ আত্মসাতের মামলায় ফের আরো ৭ দিনের রিমান্ডে সাহেদ

প্রকাশিত: আগস্ট ১০, ২০২০; সময়: ৭:১৫ অপরাহ্ণ |
অর্থ আত্মসাতের মামলায় ফের আরো ৭ দিনের রিমান্ডে সাহেদ

পদ্মাটাইমস ডেস্ক : রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের আরো ৭ দিনের রিমান্ড মঞ্জুন করেছেন আদালত। পদ্মা ব্যাংকের (সাবেক দি ফারমার্স ব্যাংক) অর্থ আত্মসাৎ মামলায় শুনানি শেষে আজ ১০ আগস্ট, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এর আগে গত ৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ আসামি সাহেদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সাহেদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করেন। এদিন রিমান্ড শুনানির সময় সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

দুদকের পক্ষে প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। তবে সাহেদের পক্ষে এদিন আদালতে ছিলেন না কোনো আইনজীবী।

গত ১৫ জুলাই, বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা। এর পরপরই সেখান থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। প্রথমে তাকে সরাসরি র‌্যাব সদর দপ্তরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

এরপর উত্তরা ১১ নম্বর সেক্টরে তার গোপন একটি কার্যালয়ের হদিস পাওয়া গেলে সাহেদকে নিয়েই সেখানে অভিযানে যায় র‌্যাব। সেখানে বিপুল পরিমাণ জাল টাকা পাওয়া যায় বলে জানায় র‌্যাব। পরে তারা সাহেদকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন।

এর আগে ১৩ জুলাই, সোমবার সন্ধ্যায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অর্থ আত্মসাৎ মামলায় ঢাকা মুখ্য মহানগর মাজিস্ট্রেট মো. মাইনুল ইসলামের আদালত এই পরোয়ানা জারি করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে