বন্যা দুর্গত ২৫ হাজার মানুষকে সহায়তা দিচ্ছে ইইউ

প্রকাশিত: আগস্ট ৪, ২০২০; সময়: ১১:০১ পূর্বাহ্ণ |
বন্যা দুর্গত ২৫ হাজার মানুষকে সহায়তা দিচ্ছে ইইউ

পদ্মাটাইমস ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জামালপুর, সিলেট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট ও টাঙ্গাইল জেলার বন্যা দুর্গত ২৫ হাজার মানুষের জন্য সহায়তা দিয়েছে।

সোমবার ইইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা বন্যা দুর্গত জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য মানবিক সহায়তা হিসেবে ১,০০,০০০ ইউরো (প্রায় এক কোটি টাকা) প্রদান করছে।

ইইউ-এর অর্থ সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) নগদ অর্থ প্রদানের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের সবচেয়ে জরুরি চাহিদা পূরণ করবে।

এই অর্থ সহায়তা লোকজনকে তাদের সম্পদ ও গবাদি পশুসহ নিরাপদ স্থানে আশ্রয় গ্রহন, প্যাকেটজাত খাদ্য, পানি বিশুদ্ধকরণ ইউনিট, তেরপলিন এবং প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী সরবরাহ এবং একই সঙ্গে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে সাহায্য করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি’র (আইএফআরসি) দুর্যোগ ত্রাণ জরুরি তহবিলে (ডিআরইএফ) ইইউ-এর সামগ্রিক অবদানের অংশ হিসেবে এই অর্থ সহায়তা দেয়া হচ্ছে।

ইইউ আশঙ্কা করছে, বন্যার ফলে ফসল ও কৃষিজমির ক্ষতি বাংলাদেশের দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে