দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

প্রকাশিত: আগস্ট ২, ২০২০; সময়: ১২:৪৯ অপরাহ্ণ |
দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

পদ্মাটাইমস ডেস্ক : পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি।  রাজধানী ও জেলা শহরগুলোয় সকাল থেকে পশু জবাই দিতে দেখা যায়।

মূলত কসাই স্বল্পতাসহ নানা কারণে প্রথম দিনে কোরবানি করেননি অনেকেই। কারো কারো ক্ষেত্রে অবশ্য, দ্বিতীয় দিনে কোরবানি করা পারিবারিক রীতি। কেউ আবার ব্যবসা ও কাজের চাপে ঈদের দিন করতে না পারায় দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন। যদিও গতকালের তুলনায় এর সংখ্যা অনেক কম।

কেউ আবার ঈদের তৃতীয় দিনও পশু কোরবানির করে থাকেন। তবে এ সংখ্যা থাকে একেবারেই হাতে গোনা।

তথ্য মতে, রাজধানীর পুরান ঢাকার কাপ্তান বাজার, গুলিস্তান, বংশাল, নয়াবাজার, বংশাল পুকুরপাড়, নয়াবাজার, সিক্কাটুলি, আলুবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় পশু জবাই হচ্ছে।

এদিকে, কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণের অঙ্গিকার করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র। সিটি করপোরেশন জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে দক্ষিণের ৪২টি এবং উত্তরের ২৩টি ওয়ার্ডে কোরবানি বর্জ অপসারণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে