বন্যা-করোনার মধ্যে ভিন্ন আঙ্গিকে ঈদুল আজহা পালিত

প্রকাশিত: আগস্ট ২, ২০২০; সময়: ১১:১১ পূর্বাহ্ণ |
বন্যা-করোনার মধ্যে ভিন্ন আঙ্গিকে ঈদুল আজহা পালিত

পদ্মাটাইমস ডেস্ক : মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো ঈদ। ঈদকে ঘিরে দেশে-বিদেশে সব মুসলিমের মধ্যেই ব্যাপক প্রস্তুতি পরিলক্ষিত হয়। সবার মনে এক আলাদা আনন্দ বিরাজ করে। কিন্তু এবারের ঈদের আনন্দ যেন ম্লান করে দিয়েছে করোনাভাইরাস ও বন্যা। তবুও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার সারাদেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে।

করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত হয়নি। সারাদেশের ঈদ জামাত হয় মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে।

এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হয়নি। শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানেও ঈদ জামাত এবার হয়নি। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো এবারো ঈদের ছয়টি জামাত হয়। স্বাস্থ্যবিধি মেনে ঈদের প্রধান জামাত এবার বায়তুল মোকাররম মসজিদেই হয়েছে।

নামাজ শেষে খুতবা পেশ করা হয়। এরপর হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করা হয়েছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্যও মুসল্লিরা আল্লাহর কাছে ফরিয়াদ জানান।

তবে ঈদের নামাজ শেষে চির পরিচিত দৃশ্য মুসল্লিদের হাত মেলানো ও কোলাকুলির দৃশ্য এবার চোখে পড়েনি। করোনার সংক্রমণ রোধে সরকারের স্বাস্থ্যবিধি মেনে এ থেকে বিরত থাকেন মুসল্লিরা।

  • 38
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে