ভুতুড়ে বিদ্যুৎ বিলের দায়ে ২৯০ জনের শাস্তির সুপারিশ

প্রকাশিত: জুলাই ৫, ২০২০; সময়: ৮:৪৬ অপরাহ্ণ |
ভুতুড়ে বিদ্যুৎ বিলের দায়ে ২৯০ জনের শাস্তির সুপারিশ

পদ্মাটাইমস ডেস্ক : ভুতুড়ে বিল করার কাজে জড়িত থাকার অপরাধে বিতরণ প্রতিষ্ঠান ডিপিডিসি, ডেসকো, নেসকো এবং ওজোপাডিকোর ২৯০ জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে।

বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ বলেন, অল্প সংখ্যক গ্রাহকই বিল নিয়ে অভিযোগ আসছে। জুন মাসের বিলের সাথে গ্রাহকদের অতিরিক্ত খরচ সমন্বয় করা হবে। করোনার কারণে বাড়ি বাড়ি গিয়ে মিটার রিড করতে না পারায় এই ঘটনা ঘটেছে।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ডেসোকোর এই বিল কালেকশন বুথে একজনকেও পাওয়া যায়নি যাদের মার্চ, এপ্রিল ও মে মাসের বাড়তি বিল বাদ দেওয়া হয়েছে। বরং সরকারের ঘোষণা অনুযায়ী, বাড়তি বিল বাদ দেওয়া হবে এমন প্রতীক্ষায় থেকে এখন উল্টো জরিমানা দিতে হচ্ছে।

ভুক্তভোগীদের একজন বলেন, এভারেজ কেন বিল হবে? আর এভারেজ বিল হলেই কি এত বাড়বে? যাইহোক আমি জরিমানাসহই বিদ্যুৎ বিল দিলাম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে