দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ১.৩ কোটি মানুষ

প্রকাশিত: জুন ১৮, ২০২০; সময়: ৭:৪৫ অপরাহ্ণ |
দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ১.৩ কোটি মানুষ

পদ্মাটাইমস ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণে দেশের চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন ১.৩ কোটি মানুষ। বিশেষ করে, অস্থায়ী কিংবা খণ্ডকালীন কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা এই ঝুঁকিতে পড়েছেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। এক ভার্চুয়াল সংলাপে এ শঙ্কা প্রকাশ করেন তারা।

১৮ জুন, বৃহস্পতিবার ‘এসডিজি’র নতুন চ্যালেঞ্জ ও বাজেট ২০২০-২১’ শীর্ষক এই ভার্চুয়াল সংলাপে আয়োজন করে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’। প্ল্যাটফর্মটির আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য মূল প্রতিবেদন উপস্থান করেন।

এ সময় বিশেষজ্ঞরা জানান, ২০১৬-১৭ শ্রমশক্তি জরিপের উপাত্ত পর্যালোচনা করে এ প্রাক্কলন করা হচ্ছে। বর্তমান অবস্থা বিবেচনায় নিলে কর্ম হারানোর ঝুঁকিতে থাকা নাগরিকের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

বক্তরা আরো বলেন, একটি বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করে পর্যায়ক্রমিক পর্যবেক্ষণের মাধ্যমে চলমান সংকট থেকে পুনরুদ্ধারের কার্যক্রম গ্রহণ জরুরি। মহামারীর ফলে সৃষ্ট নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসডিজি কাঠামোকে বিশেষভাবে সন্নিবদ্ধ করা প্রয়োজন। এক্ষেত্রে দেশের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে সহযোগিতার আওতায় আনার ক্ষেত্রে বিশেষ নজর জরুরি।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) বলেন, চলমান অতিমারি থেকে অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে সরকার একটি স্বল্পমেয়াদী কার্যক্রম হাতে নেবে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ সকল উন্নয়ন কার্যক্রমেই সরকার দেশের ঝুঁকিতে থাকা সকল নাগরিকদের সহযোগিতা প্রদানের বিষয়টি বিবেচনায় থাকবে।

এসডিজি প্ল্যাটফর্মের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সিপিডি’র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এই সংলাপে সভাপতিত্ব করেন।

  • 158
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে