দুর্নীতির সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০; সময়: ৮:২২ অপরাহ্ণ |
দুর্নীতির সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ

পদ্মাটাইমস ডেস্ক : দুর্নীতি না কমলেও সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এখন অবস্থান ১৪তম। বৃহস্পতিবার রাজধানীর মাইডাস সেন্টারে দুর্নীতির ধারণা সূচকের এ প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও সুশাসনের অভাবে, দুর্নীতির বিরুদ্ধে মিলছে না কাঙ্ক্ষিত সাফল্য।

বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর দুর্নীতির ধারণা সূচক প্রকাশের মাধ্যমে দুর্নীতির বিশ্বব্যাপী ব্যাপকতার চিত্র তুলে ধরে। এবছর ১৮০ টি দেশের রাজনীতি ও প্রশাসনে বিরাজমান দুর্নীতি সম্পর্কে ব্যবসায়ী বিনিয়োগকারী,সংশ্লিষ্টি খাতের গরেষক ও বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে সবছেয়ে কম দুর্নীতির ও সর্বোচ্চ দুর্নীতির তালিকা প্রকাশ করে থাকে।

টিআই রিপোর্টে অনুযায়ী ২০১৯ সালে সর্বোচ্চ দুর্নীতির দেশ হিসেবে দেখানো হয়েছে সোমালিয়াকে ১শ’র মধ্যে তাদের স্কোল ৯। আর বাংলাদেশের অবস্থান সর্বোনিম্ন থেকে ১৪তম। আর সবচেয়ে কম দুর্নীতি দেশ ডেনমার্ক ও নিউজিল্যাড।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে