মালদ্বীপে আটকে পড়া ১৫৭ বাংলাদেশী দেশে ফিরেছে

প্রকাশিত: জুলাই ১০, ২০২০; সময়: ৮:৩৩ অপরাহ্ণ |
খবর > জাতীয়
মালদ্বীপে আটকে পড়া ১৫৭ বাংলাদেশী দেশে ফিরেছে

পদ্মাটাইমস ডেস্ক : করোনাভাইরাসের কারণে মালদ্বীপে আটকে পড়া আরও ১৫৭ বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার মালদ্বীপ থেকে তাদেরকে ফিরিয়ে আনা হয়।

এদিকে, দ্বিতীয় দফায় গত ৬ই জুন করোনাভাইরাস পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্র মালদ্বীপে আটকে পড়া বাংলাদেশের ২৬৫ শিক্ষার্থী ও পর্যটক দেশে ফিরেছেন।

তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, প্রথম দফায় গত ২১শে এপ্রিল মালদ্বীপে রাজধানী মালে ও পার্শ্ববর্তী হুলুমালেতে আটকে থাকা ৭০ প্রবাসী বাংলাদেশীকে বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরিয়ে আনা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে