করোনার অভিযোগ জানাতে লিংক চালু করেছে স্বাস্থ্য অধিদফতর

প্রকাশিত: জুলাই ১০, ২০২০; সময়: ৪:৩৫ অপরাহ্ণ |
করোনার অভিযোগ জানাতে লিংক চালু করেছে স্বাস্থ্য অধিদফতর

পদ্মাটাইমস ডেস্ক : করোনার বিষয়ে অভিযোগ জানাতে একটি লিংক চালু করেছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের ওয়েবসাইটের এ লিংকে এখন সরাসরি অভিযোগ জানানো যাবে।

শুক্রবার দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে বিষয়টি জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাবিষয়ক যেকোনো অভিযোগ জানানোর জন্য স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে একটি লিংক খোলা হয়েছে। www.dghs.gov.bd এই ওয়েবসাইটের ‘করোনা কর্নারে’ করোনা বিষয়ক অভিযোগ পাঠানোর যাবে।’

নিয়মিত স্বাস্থ্য বুলিটিনে অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৩৭৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪৮৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯ লাখ ১৮ হাজার ২৭২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯৪৯ জন। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ২৭৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৮৬ হাজার ৪০৬ জনে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে