স্বাস্থ্যকর্মীরা পাচ্ছেন দুই মাসের মূল বেতনের সমান বিশেষ ভাতা

প্রকাশিত: জুলাই ৯, ২০২০; সময়: ১১:৩৭ অপরাহ্ণ |
স্বাস্থ্যকর্মীরা পাচ্ছেন দুই মাসের মূল বেতনের সমান বিশেষ ভাতা

পদ্মাটাইমস ডেস্ক : করোনাভাইরাস চিকিৎসায় সরাসরি নিয়োজিত সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সব কর্মচারীদের এককালীন বিশেষ সম্মানী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, করোনা চিকিৎসায় সরাসরি নিয়োজিত সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সব স্বাস্থ্যকর্মীদের দুই মাসের মূল বেতনের সমান বিশেষ ভাতা দেওয়া হবে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিশেষ ভাতা পাওয়ার উপযুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নামের তালিকা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ২০২০-২১ অর্থবছরের বাজেটে এই বিশেষ ভাতার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

  • 506
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে