নন এমপিও শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুদান

প্রকাশিত: জুন ২৫, ২০২০; সময়: ৯:৫৮ অপরাহ্ণ |
নন এমপিও শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুদান

পদ্মাটাইমস ডেস্ক : করোনাভাইরাস মহামারীতে সঙ্কটে পড়া নন এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রী ৪৬ কোটি ৬৩ লাখ টাকা বিশেষ অনুদান দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

৬৪ জেলার ৮ হাজার ৪৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) ননএমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে পাবেন। ২৫ হাজার ৩৮ জন ননএমপিও কর্মচারীর প্রত্যেকে পাবেন ২ হাজার ৫০০ টাকা।

মোট ১ লাখ ৫হাজার ৭৮৫ জন শিক্ষক-কর্মচারীর জন্য প্রধানমন্ত্রী তার ‘বিশেষ অনুদান’ খাত থেকে এই অর্থ বরাদ্দ করেছেন বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে যাচাই-বাছাই করে নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। ডিসিরা নন এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে চেক/ব্যাংক একাউন্টের মাধ্যমে চলতি জুন মাসের মধ্যে অনুদানের অর্থ বিতরণ করবেন।

  • 168
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে