অর্থ পাচার প্রমাণিত হলেই ৫০% কর

প্রকাশিত: জুন ১২, ২০২০; সময়: ৪:৩০ অপরাহ্ণ |
অর্থ পাচার প্রমাণিত হলেই ৫০% কর

পদ্মাটাইমস ডেস্ক : টাকা পাচার প্রমাণিত হলেই ৫০ শতাংশ কর আরোপ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এভাবে টাকা পাচার ও কর ফাঁকি রোধ করার স্বপ্ন দেখছেন তিনি। বলেছেন, নতুন এই বিধান অত্যন্ত ফলপ্রসূ হবে। তবে টাকা পাচার রোধে কোনো জোরালো পদক্ষেপ বা শাস্তির কথা বলেননি তিনি।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বেশি দাম দেখিয়ে আমদানি, কম দাম দেখিয়ে রপ্তানি এবং ভুয়া বিনিয়োগের মাধ্যমে অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগ রয়েছে। এ ধরনের অর্থ পাচার ও কর ফাঁকির বিষয়ে সরকারের অবস্থান কঠোর। তিনি এ প্রবণতা রোধকল্পে বিদ্যমান অন্যান্য সব অধ্যাদেশের পাশাপাশি আয়কর অধ্যাদেশে নতুন ধারা সংযোজনের প্রস্তাব করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে