গণস্বাস্থ্যের কিট পরীক্ষার ফলাফল এ সপ্তাহেই

প্রকাশিত: জুন ৬, ২০২০; সময়: ৯:২৭ অপরাহ্ণ |
গণস্বাস্থ্যের কিট পরীক্ষার ফলাফল এ সপ্তাহেই

পদ্মাটাইমস ডেস্ক : করোনাভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র‌্যাপিড কিটের পরীক্ষার কাজ প্রায় শেষ পর্যায়ে। সব ঠিকঠাক থাকলে বুধবারের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন ওষুধ প্রশাসন অধিদপ্তরে জমা দেয়া হবে। ৬ মে, শনিবার এ তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

কনক কান্তি বড়ুয়া জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবন করা অ্যান্টিবডি কিটের কার্যকারিতার পরীক্ষা এ সম্পর্কিত কমিটি শেষ করেছে। এখন এর ফলাফল প্রক্রিয়াজাত করা হচ্ছে। আশা করা হচ্ছে আগামী বৃহস্পতিবারের মধ্যে যে কোন দিন এই ফলাফল ওষুধ প্রশাসন অধিদপ্তরে জমা দেয়া সম্ভব হবে। এমন হতে পারে- বৃহস্পতিবার পর্যন্ত সময় লেগে যেতে পারে। আবার দু’এক দিনের মধ্যেও দেয়া হতে পারে। তবে আশা করি, আগামী বৃহস্পতিবারের চেয়ে বেশি সময় লাগবে না।

এ দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত দুই ধরনের কিটের মধ্যে অ্যান্টিজেন কিটের ক্ষেত্রে নমুনা সংগ্রহের ত্রুটিজনিত কারণে এই পরীক্ষা স্থগিত রাখতে অনুরোধ জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। এ কারণে শুধুমাত্র অ্যান্টিবডি কিটের পরীক্ষার ফলাফল দেয়া হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে