৮ জুন পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বাতিল

প্রকাশিত: জুন ৬, ২০২০; সময়: ৯:২২ অপরাহ্ণ |
খবর > জাতীয়
৮ জুন পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বাতিল

পদ্মাটাইমস ডেস্ক : আবারো অভ্যন্তরীণ রুটের বিমান ফ্লাইটও বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। আগামী ৭ জুন রবিবার ও ৮ জুন সোমবারের ফ্লাইটও বাতিল করা হয়। যাত্রী না পাওয়ায় অভ্যন্তরীণ তিনটি এসব ফ্লাইট বাতিল করে বিমান কর্তৃপক্ষ। এর আগে ৬ জুন, শনিবার পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছিল এই বিমান সংস্থাটি।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে তাহেরা খন্দকার বলেন, তবে আন্তর্জাতিক রুটের চার্টার্ড ফ্লাইট চলছে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হওয়ার প্রথম দিন গত ১ জুন তিনটি রুটে আসা-যাওয়া মিলিয়ে ১২ ফ্লাইট যাওয়ার কথা থাকলেও আমরা দুটি ফ্লাইট অপারেট করতে পেরেছিলাম। যাত্রী না পাওয়ায় এরপর আর ফ্লাইট যায়নি।

তিনি আরো বলেন, যাত্রী না থাকার কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রী পাওয়া সাপেক্ষে আবার ফ্লাইট চালানো হবে।

বিমানের এই কর্মকর্তা আরো বলেন, তিনটি রুটের প্রতিটি রুটে সকাল বিকাল দুটি করে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নেয় বিমান কতৃপক্ষ। আসা-যাওয়া নিয়ে প্রতিদিন ওই তিনটি রুটে মোট ১২টি ফ্লাইট পরিচালনা কথা ছিলো।

  • 74
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে