করোনা ভাইরাসে মারা গেলেন ইউরোলজিস্ট অধ্যাপক

প্রকাশিত: জুন ৫, ২০২০; সময়: ১:৫২ অপরাহ্ণ |
করোনা ভাইরাসে মারা গেলেন ইউরোলজিস্ট অধ্যাপক

পদ্মাটাইমসডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এসএএম গোলাম কিবরিয়া মারা গেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব এহতেশামুল হক চৌধুরী দুলাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। ডা. কিবরিয়া সিলেট মেডিকেল করেজের ষষ্ট ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

কোভিড-১৯-এ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজারের বেশি চিকিৎসক। অন্যদিকে, ১৮ জন চিকিৎসক এ পর্যন্ত মারা গেছেন।

  • 369
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে