দেশে প্রতি ঘণ্টায় করোনায় মারা যাচ্ছে ১ জন

প্রকাশিত: মে ২৭, ২০২০; সময়: ১:৫৯ পূর্বাহ্ণ |
দেশে প্রতি ঘণ্টায় করোনায় মারা যাচ্ছে ১ জন

পদ্মাটাইমস ডেস্ক : দেশে এখন করোনায় আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় একজন করে মারা যাচ্ছেন। সেই সাথে আক্রান্ত হচ্ছেন ৪৮ জন করে। গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ১৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২১ জন। এই সংখ্য বিশ্লেষণে এই হিসেব পাওয়া গেছে। মঙ্গলবার পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭৫১ জন এবং মারা গেছেন ৫২২ জন।

মঙ্গলবার (২৬ মে) করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ১৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২১ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন সাত হাজার ৫৭৯ জন।

এই হিসেব বিশ্লেষণে দেখা যায়, দেশে প্রতি ঘণ্টায় সুস্থ হচ্ছেন ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ, সাতজন নারী। ১৫ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের চার জন ও বরিশাল বিভাগের দুইজন।

মারা যাওয়া ব্যক্তিদের বয়স ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। বয়স বিশ্লেষণে দেখা গেছে ৫১ থেকে ৬০ বছর বয়সীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। তারপরে রয়েছে ৪১ থেকে ৫০ বছর বয়সীরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে