করোনায় আক্রান্ত জাফরুল্লাহ চৌধুরী

প্রকাশিত: মে ২৫, ২০২০; সময়: ৯:৫৮ অপরাহ্ণ |
করোনায় আক্রান্ত জাফরুল্লাহ চৌধুরী

পদ্মাটাইমস ডেস্ক : কারোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার রাতে খোদ তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

জাফরুল্লাহ চৌধুরী জানান, রোববার সন্ধ্যায় আমার জ্বর আসে, পরে আমি পরীক্ষা করে জানতে পারি যে আমার করোনা পজিটিভ।

বর্তমানে আলাদা ঘরে আইসোলেশনে আছেন বলে জানান তিনি।

খ্যাতিমান চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওর প্রতিষ্ঠাতা। ১৯৮২ সালে প্রবর্তিত বাংলাদেশের ‘জাতীয় ঔষধ নীতি’ ঘোষণার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে