সীমিত পরিসরে জুমার নামাজ আদায় করার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

প্রকাশিত: মার্চ ২৭, ২০২০; সময়: ৩:৪১ পূর্বাহ্ণ |
খবর > জাতীয়
সীমিত পরিসরে জুমার নামাজ আদায় করার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

পদ্মাটাইমস ডেস্ক : ২৭ মার্চ শুক্রবার। প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস প্রতিরোধে দেশের বিশিষ্ট আলেম ও ওলামাদের পরামর্শ অনুযায়ী সারা বাংলাদেশের বিভিন্ন মোসজিদে সচেতনতার সাথে জুমার নামাজ সীমিত পরিসরে মুসুল্লিদের নিয়ে নামাজের জামাত আদায় করার আহবান জানিয়েছেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। একইসাথে শতভাগ সুরক্ষা নিশ্চিত না হয়ে কোন মুসুল্লিকে মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছে ফাউন্ডেশন।

বৃহস্পতিবার বিকেলে এ আহ্বান জানানো হয় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে। এসময় যাদের হাঁচি, কাশি কিংবা জ্বর রয়েছে তাদেরকে বাসায় বসে জুম্মার পরিবর্তে যোহরের নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বয়স্ক মুসুল্লিদের কিছুদিন সব নামাজ বাসায় পড়তে অনুরোধ করা হয়েছে।

এদিকে, দেশে করোনাভাইরাসে নতুন করে আরও পাঁচজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। সুস্থ হয়ে উঠেছেন আরও চারজন। সবমিলিয়ে ১১ জন সুস্থ হয়েছেন। অন্যদিকে মারা গেছেন পাঁচজন। এমন পরিস্থিতিতে অসুস্থ ব্যক্তিরা ও বৃদ্ধরা নামাজ মোসজিদে না পড়ে বাড়িতেই পড়ার জন্য অনুরোজ জানিয়েছেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে