পরিস্থিতি দেখে আদালত বন্ধের সিদ্ধান্ত: প্রধান বিচারপতি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২০; সময়: ১০:১৭ অপরাহ্ণ |
পরিস্থিতি দেখে আদালত বন্ধের সিদ্ধান্ত: প্রধান বিচারপতি

পদ্মাটাইমস ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার রোধে আদালত বন্ধ হবে কিনা পরিস্থিতি বুঝে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার দুপুরের দিকে মুজিববর্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সময় সুপ্রিম কোর্ট চত্বরে প্রধান বিচারপতি একথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, এখন সুপ্রিম কোর্ট বন্ধ। আমরা একদিন বসবো আদালত বন্ধ করা হবে কিনা। আবার আমাদের বিচারপ্রার্থীদের বিষয়টি মাথায় রাখতে হবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিচারপ্রার্থীরা কোর্টে আসেন। বন্ধের পর আদালত চালু হলে আপনারা জানতে পারবেন করোনাভাইরাসকে কেন্দ্র করে আদালতসমূহ বন্ধ হবে কিনা। মুজিববর্ষ পালন উপলক্ষে ২৬টি গাছ রোপণ করেন প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে