প্রেমের চেয়ে বন্ধুত্বকে বেশি গুরুত্ব দেয় ৪ রাশির মানুষ

প্রকাশিত: মে ২১, ২০২২; সময়: ৯:৫০ পূর্বাহ্ণ |
প্রেমের চেয়ে বন্ধুত্বকে বেশি গুরুত্ব দেয় ৪ রাশির মানুষ

পদ্মাটাইমস ডেস্ক : জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মানুষের রাশি ১২টি। প্রতিটিরই নিজস্ব গুণ ও বৈশিষ্ট্য রয়েছে। রাশি বিচার করে বোঝা যায়, কোন রাশির জাতকরা কাকে বেশি প্রাধান্য দেয়। জ্যোতিষ বলছে, এমন কিছু রাশি রয়েছে, যারা প্রেমিক বা প্রেমিকার চেয়ে বন্ধুদের বেশি গুরুত্ব দেন। অর্থাৎ, প্রেমের চেয়ে বন্ধুত্ব বেশি প্রাধান্য পায় এদের কাছে। এমন চার রাশি সম্পর্কে জানুন।

বৃষ রাশি
এই রাশির জাতকদের মনে বন্ধুত্ব একটি বিশেষ জায়গা দখল করে থাকে। বন্ধুর বিপদে এরা ছুটে যায়। বন্ধুদের সঙ্গে কাটানো সময়ই এই রাশির মানুষের কাছে সর্বোচ্চ গুরুত্ব পায়। এমনকি বৃষ রাশির জাতকরা প্রেমে জড়ালেও প্রেমিক/প্রেমিকার আগে বন্ধুর স্থান রাখে। তাদের কাছে ভালোবাসার সম্পর্কের চাইতে বন্ধুত্ব বেশি গুরুত্বপূর্ণ।

সিংহ রাশি
সামাজিকভাবে সমাদৃত হতে উন্মুখ থাকে সিংহ রাশির জাতকরা। তাই বন্ধু বা সহকর্মীদের সঙ্গে তাদের বন্ধুত্ব থাকে উঁচু স্থানে। এই রাশির প্রেমিক/প্রেমিকা বা জীবনসঙ্গী প্রায়ই অভিযোগ করেন যে তাদের পরামর্শ উপেক্ষা করা হয়। কারণ সিংহ রাশির মানুষরা বন্ধুদের পরামর্শে কাজ করতে পছন্দ করেন। পরিবারের চেয়ে সামাজিক জীবনে জড়িতদের তুষ্ট রাখতে বেশি তৎপর থাকেন এরা।

মেষ রাশি
আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে ভালোবাসেন মেষ। বন্ধু বা সহকর্মীকে সাহায্য করে প্রশংসা কুঁড়াতে চান এরা। ভালোবাসার জীবনে প্রবেশ করলেও মেষ রাশির জাতকদের বন্ধু-বান্ধবের সঙ্গে প্রাধান্য ও ভালোবাসা লাভের প্রতিযোগিতায় নামতে হয়।

মিথুন রাশি
এক কথায় সামাজিক জীব বলা যায় মিথুনকে। কারণ, প্রেমের সম্পর্কের মতোই এরা নিজের সহকর্মী ও বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে অধিক আগ্রহী। এই রাশির জাতকরা সবার বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু হয়ে থাকতে ভালোবাসেন। এমনকি মাঝেমধ্যে প্রেমিক বা প্রেমিকার চেয়েও বেশি বন্ধুদের ওপর ভরসা করে থাকেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে