মোম দিয়ে মাত্র দুই দিনেই পা ফাটা দূর করার উপায়

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১; সময়: ১১:২৪ পূর্বাহ্ণ |
মোম দিয়ে মাত্র দুই দিনেই পা ফাটা দূর করার উপায়

পদ্মাটাইমস ডেস্ক : শীতে হাত-পায়ের ত্বক ফেটে যায়। বিশেষ করে পায়ের গোড়ালি ফেতে যায়। যা খুবি বিরক্তিকর। অনেক সময় এই ফাটা পা যন্ত্রণারও কারণ হয়ে দাঁড়ায়।

সেই সঙ্গে নষ্ট করে পায়ের সৌন্দর্যও। এমন পরিস্থিতিতে নানা ধরনের ক্রিম, ময়শ্চারাইজার ব্যবহার করাই যায়। কিন্তু তাতে সব সময়ে যথেষ্ট কাজ হয় না। ফাটা পায়ের ত্বক আবার মসৃণ করা যথেষ্ট কঠিন কাজ।

সেক্ষেত্রে একটু অন্যভাবে ফাটা গোড়ালির যত্ন নেয়া যায়। কোনো ক্রিম বা ময়শ্চারাইজার নয়, মোমেই রাখা যায় ভরসা। যা মাত্র দুই দিনেই দেবে সমাধান। চলুন তবে জেনে নেয়া যাক বিস্তারিত-

যেভাবে মোম ফাটা গোড়ালির যত্ন নেবেন-

একটি পাত্রে কিছুটা মোম নিন। তারপর সেই পাত্রটি গরম করে মোম গলিয়ে ফেলুন। আগুন থেকে নামিয়ে নিয়ে সেই মোমের মধ্যে দিয়ে দিন দু’চামচ সর্ষের তেল। ভালোভাবে তেল আর মোম মিশিয়ে নিন।

মেশানো হয়ে গেলে মিশ্রণটি একটু ঠাণ্ডা হতে দিন। মিশ্রণটি একটু ঠাণ্ডা হয়ে গেলে গোড়ালিতে ভালো করে লাগান। এভাবে দুইদিন পায়ে মোম লাগান। দেখবেন সমস্যা কমবে দ্রুত এবং গোড়ালি হয়ে যাবে মসৃণ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে