অতিরিক্ত শুষ্ক ত্বক? জেনে নিন করণীয়

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২০; সময়: ১২:২২ অপরাহ্ণ |
অতিরিক্ত শুষ্ক ত্বক? জেনে নিন করণীয়

পদ্মাটাইমস ডেস্ক: শুষ্ক ত্বক শীতে হয়ে পড়ে আরও রুক্ষ ও প্রাণহীন। বিশেষ করে যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক ধরনের, তাদের বিপদটা যেন আরও বেশি। শীতে এ ধরনের ত্বকের চাই খানিকটা বাড়তি যত্ন। অতিরিক্ত ক্ষার দেওয়া ফেশওয়াশ বা সাবান ব্যবহার করবেন না।

মাইল্ড সাবান ও ফেশওয়াশ ব্যবহার করার চেষ্টা করুন। প্রতিবার ত্বক পরিষ্কার করার পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন। দিনে দুইবার হাইড্রেটিং সেরাম ব্যবহার করুন। ময়েশ্চারাইজার ব্যবহারের আগে এটি লাগাবেন ত্বকে। সপ্তাহে অন্তত একবার ত্বকে স্ক্রাবার ব্যবহার করুন। এতে ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।

রাতে ঘুমানোর আগে ভারি ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। গোড়ালি ফেটে গেলে রাতে ঘুমানোর আগে গ্লিসারিন লাগিয়ে মোজা পরে নিন। গরম পানি দিয়ে বারবার গোসল করবেন না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে