নিমিষেই পিঠের কালো দাগ দূর হবে এসব উপায়ে

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২০; সময়: ১২:২২ অপরাহ্ণ |
নিমিষেই পিঠের কালো দাগ দূর হবে এসব উপায়ে

পদ্মাটাইমস ডেস্ক : উজ্জ্বল ত্বক কে না চায়! এজন্য প্রায় সবাই ত্বক এবং চুলের চর্চা করে থাকেন। রূপচর্চার বলতে সাধারণত মুখ, হাত বা গলার দিকেই বেশি নজর দেন সবাই। তবে পিঠের দিকটা নজর দিচ্ছেন কি?

সামনেই আসছে বিয়ের মৌসুন। এই সময় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন কিংবা এমনিতে আপনার পিঠের দিকটা নজর দিন। সঠিকভাবে পরিচর্চা না করলে পিঠে ট্যান বা কালো দাগের সমস্যা দেখা দিতে পারে। এজন্য পছন্দমতো ব্যাকলেস কিংবা অফশোলডার ড্রেস বা পিঠ খোলা পোশাক পরতে পারেন না।

তবে ঘরোয়া উপায়েই কিন্তু পিঠের কালো ভাব দূর করতে পারেন। এতে করে পিঠের ত্বক উজ্জ্বল হবে। চলুন জেনে নেয়া যাক কোন কোন উপাদান ব্যবহার করবেন-

অ্যাপেল সিডার ভিনিগার
একটি বাটিতে দুই চামচ অ্যাপেল সিডার ভিনিগার ও সামান্য পানি নিয়ে ভালোভাবে মেশান। তুলোর সাহায্যে পিঠে লাগান ভালো করে। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে বেশ কয়েকদিন করার পর উপকার পাবেন।

চন্দন, টমেটো ও শসার পেস্ট
পিঠের ট্যান দূর করতে এই উপায়ও অনুসরণ করতে পারেন। ২ চামচ চন্দন পাউডার, ২ চামচ টমেটো পেস্ট, ২ চামচ শসার পেস্ট ভালোভাবে মিশিয়ে নিন (টমেটো ও শসার রসও ব্যবহার করতে পারেন)। এরপর এই পেস্টটি পিঠে ভালো করে লাগান। ১৫ মিনিট লাগিয়ে রেখে তারপর ধুয়ে ফেলুন।

চিনি, লেবু ও কলা
পিঠের ট্যান দূর করতে চিনি, লেবু এবং কলা দিয়ে তৈরি স্ক্রাব ব্যবহার করতে পারেন। লেবু, কলা এবং চিনি ভালোভাবে মিশিয়ে পেস্ট বানান। তারপর তা দিয়ে পিঠে স্ক্রাব করুন।

  • 125
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে