সম্পর্কে একঘেয়েমি দূর করার দারুণ কৌশল

প্রকাশিত: জুলাই ২৬, ২০২০; সময়: ২:০২ অপরাহ্ণ |
সম্পর্কে একঘেয়েমি দূর করার দারুণ কৌশল

পদ্মাটাইমস ডেস্ক : সঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক সব সময় থাকুক এটাই সবার প্রত্যাশা। তবে মাঝে মধ্যে এই মধুর সম্পর্কেও একঘেয়েমি চলে আসে। আর এই একঘেয়েমি যদি দীর্ঘসময় থাকে তবে সম্পর্ক ভেঙে যাওয়ারও ভয় থাকে।

মূলত সম্পর্ক মানেই একে অপরের প্রতি প্রত্যাশা থাকা। তবে কখনো কখনো নিজের মতো করে সময় কাটাতে চায় মানুষ। তবে যাপিত সম্পর্কের কারণে তা প্রায়ই সম্ভব হয়ে উঠে না। এর ফলেও টানাপড়েন দেখা দিতে পারে সম্পর্কে। আর দীর্ঘদিনের এই জটিলতা থেকেও সম্পর্কে চলে আসতে পারে একঘেয়েমি। তাইতো সম্পর্কের একঘেয়েমি কাটিয়ে উঠতে একে অপরকে নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ দেয়া জরুরি। চলুন জেনে নেয়া যাক সম্পর্কে একঘেয়েমি কাটিয়ে উঠার আটটি দারুণ কৌশল-

> নিয়মিত গান শুনুন, এতে মন ভালো হয়।

> নিজের পছন্দের কাজগুলো করুন। বই পড়া, সিনেমা দেখা পছন্দ করলে তার জন্য সময় বের করুন।

> মন খুলে আড্ডা দিন। এটি দুজনকে চাপমুক্ত সময় কাটাতে সাহায্য করবে।

> একান্ত প্রয়োজনে কয়েকটা দিন দুজন আলাদা থাকুন। এতে একে অপরের প্রতি আগ্রহ বাড়বে।

> সম্পর্ককে দীর্ঘস্থায়ী করার স্বার্থে নিজেদের মধ্যে সাময়িক দূরত্ব তৈরি করুন।

> দুজন দুজনকে পছন্দের উপহারও দিতে পারেন। এতে সম্পর্কে হৃদ্যতা বাড়ে।

> একে অপরকে ‘সারপ্রাইজ ডেট’ বা মুহূর্ত উপহার দিন। এতে সঙ্গীর প্রতি আন্তরিকতা প্রকাশ পায়।

> আলাদা আলাদাভাবে দুজনে ঘুরে আসুন। বন্ধুবান্ধব বা পরিবারের অন্যদের সঙ্গেও সময় কাটান। এতে চেনা ছকের বাইরে যাওয়ার সুযোগ মিলবে।

সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে অনেক সম্পর্কের পুরোনো টান হারিয়ে যায়। মনে রাখবেন, সম্পর্কে একঘেয়েমি আসা বা সম্পর্ক অভ্যাসে পরিণত হওয়া মানেই যে সম্পর্কে ইতি টানতে হবে এমন নয়। নিজেদের সময় দিন। নতুন করে শুরু করার চেষ্টা করুন। দেখবেন পুরোনো আমেজ না পেলেও নতুনত্ব খুঁজে পাবেন, যা সম্পর্ককে মজবুত করবে।

  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে