নারী-পুরুষ বছরে কতবার ও কেন কাঁদে?

প্রকাশিত: মে ৫, ২০২০; সময়: ৪:৩৪ অপরাহ্ণ |
নারী-পুরুষ বছরে কতবার ও কেন কাঁদে?

পদ্মাটাইমস ডেস্ক : মনের কষ্ট কান্না হয়ে ঝরে, এই কথা সবারই জানা। তবে এক্ষেত্রে পুরুষের চাইতে নারীরা বেশি কান্না করেন। অনেকেই প্রশ্ন করতে পারেন নারীরা কেন কথায় কথায় কাঁদে? চলুন জেনে নেয়া যাক এই ব্যাপারে গবেষনা কি বলছে-

গবেষকদের মতে, নারীকে মনে করা হয় সৌন্দর্য্যের প্রতীক। কোমলতা আর নরম মনের অধিকারী তারা। মূলত এই কারণেই তারা বেশি কাঁদে। তাই তাদের সারাজীবন শুনতে হয়, ‘মেয়েরা নাকি কথায় কথায় কাঁদে’। যা পুরুষদের ক্ষেত্রে ভিন্ন।

নেদারল্যান্ডসের টিনবুর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যাড ভিঙ্গারহোয়েটস-এর এক গবেষণাতেও একই তথ্য দিচ্ছেন।

গবেষণায় তিনি সাত দেশের ৫ হাজার নারীর সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, মেয়েরা বছরে ৩০ থেকে ৬৪ বার অশ্রুপাত করেন। আর পুরুষদের ক্ষেত্রে এর পরিমাণ ৬ থেকে ১৭ বার।

গবেষণায় দেখা গেছে, নারীদের কান্নার সময়কালও বেশি। তাদের কান্না গড়ে ছয় মিনিট ধরে স্থায়ী হয়। অপরদিকে পুরুষের কান্না দুই থেকে তিন মিনিট।

কান্নার উপর অধ্যাপক অ্যাড ভিঙ্গারহোয়েটস ‘হোয়াই অনলি হিউম্যানস উইপ: আনর‌্যাভেলিং দ্যা মিস্ট্রিজ অফ টিয়ারস’ নামের একটি বইও রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে