মহামারির এক বছর: দেশে প্রাণ গেল ৮ হাজার ৪৭৬ জনের

প্রকাশিত: মার্চ ৮, ২০২১; সময়: ৪:৫৩ অপরাহ্ণ |
মহামারির এক বছর: দেশে প্রাণ গেল ৮ হাজার ৪৭৬ জনের

পদ্মাটাইমস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারির এক বছরে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৪৭৬ জনে। এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৮৪৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জন।

সোমবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, আরটি পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড এন্টিজেনসহ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৬৩ হাজার ১৬৩টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১১৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ৪ হাজার ১২০ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৪৬ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৫৪ শতাংশ।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট শনাক্ত: ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জন।
মারা গেছেন: ৮ হাজার ৪৭৬ জন।
মোট সুস্থ: ৫ লাখ ৪ হাজার ১২০ জন।
মোট নমুনা পরীক্ষা: ৪১ লাখ ৬৩ হাজার ১৬৩টি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে