দুর্গাপুরে পানের বরজ নিয়ে সংঘর্ষে একজন নিহত

প্রকাশিত: মার্চ ৬, ২০২১; সময়: ১২:৩২ অপরাহ্ণ |
দুর্গাপুরে পানের বরজ নিয়ে সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে পানবরজ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত মাহাবুর রহমান (৩৮)। উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের আজাদ আলীর ছেলে। শনিবার সকাল ৭ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মাহাবুরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই মিঠুন আলী জানান, বাড়ির পাশে তাদের পানবরজ রয়েছে।

ওই পানবরজের পাশেই তার চাচা আবু বাক্কার বাড়ি করেছেন। তিনিও এখন ওই পানবরজের ভাগ চান। এ নিয়েই সকালে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা উভয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় তার চাচা ও চাচাতো ভাইয়েরা হাতুড়ি দিয়ে মাহাবুরের বুকে আঘাত করেন। এতেই তার মৃত্যু হয়। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী জানান, মোবাইল ফোনে ঘটনাটি শুনে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

এখনো বিস্তারিত ঘটনা জানি না। তবে যারা মারধর করেছেন তারা বাড়ি থেকে পালিয়েছেন বলে শুনলাম। ওসি আরো জানান, নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের রাখা হয়েছে। এ নিয়ে হত্যা মামলা দায়ের করা হবে।

  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে