পৌরসভা নির্বাচনের কোথায়, কে জিতলেন

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১; সময়: ১১:২৬ পূর্বাহ্ণ |
পৌরসভা নির্বাচনের কোথায়, কে জিতলেন

পদ্মাটাইমস ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনের দ্বিতীয় দফায় ৬০টি পৌরসভায় শনিবার (১৬ জানুয়ারি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৬০টির মধ্যে ২৮টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়েছে। বাকি পৌরসভাগুলো ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত অনেকেই বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তবে কিছু কিছু পৌরসভায় এখনো ভোট গণনা চলছে। সবশেষ পাওয়া অনুযায়ী মেয়র পদে যারা জয়ী হয়েছেন তাদের তালিকা তুলে ধরা হলো।

মেয়র পদে জিতলেন যারা-

১. নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আবদুল কাদের মির্জা (আ.লীগ মনোনীত) ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

২. ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে কাজী আশরাফুল আজম (আ.লীগ প্রার্থী) ১০৮৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৩. খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে নির্মলেন্দু চৌধূরী (আ.লীগ মনোনীত) ৯ হাজার ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৪. বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে মেয়র পদে শেখ আব্দুর রহমান (আ.লীগ মনোনীত) ১২১২৫ ভোট বিজয়ী হয়েছেন।

৫. রাজশাহীর বাঘা আড়ানী পৌর সভায় মুক্তার আলী (বিদ্রোহী প্রার্থী) ৫,২০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

৬. নেত্রকোনার কেন্দুয়া পৌর নির্বাচনে আসাদুল হক ভূইয়া (আ.লীগ মনোনীত) ৯১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

৭. পাবনার ফরিদপুর পৌরসভায় খ ম কামরুজ্জামান মাজেদ (আ.লীগ) ৪৯৯৮ ভোট পেয়ে নির্বা‌চিত হয়েছেন।

৮. নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচনে মোহাম্মদ আমিনুর রশিদ সুজন (আ.লীগ মনোনীত) ৮৮৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৯. নাটোরের নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে মনিরুজ্জামান মনির (আ.লীগ মনোনীত) ৩৬৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

১০. নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভায় এডভোকেট লতিফুর রহমান রতন (আ.লীগ মনোনীত) ৯৪৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

১১. বান্দরবানের লামা পৌরসভা নির্বাচনে মো. জহিরুল ইসলাম (আ.লীগ মনোনীত) ৯ হাজার ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

১২. ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে সাংবাদিক সেলিম রেজা লিপন (আ.লীগ মনোনীত) ৯২৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

১৩. পাবনার সাঁথিয়া পৌরসভায় মাহবুবুল আলম বাচ্চু (আ.লীগ মনোনীত) ১৬৩৮৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

১৪. মৌলভীবাজার কমলগঞ্জ পৌর নির্বাচনে জুয়েল আহমদ (আ.লীগ মনোনীত) ৫২৫৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

১৫. মৌলভীবাজার কুলাউড়া পৌর নির্বাচনে শিপার উদ্দিন (আ.লীগ মনোনীত) ৪৮৩৮ ভোট পেয়ে বেসরকা‌রিভা‌বে নির্বা‌চিত হয়েছেন।

১৬. পাবনার ঈশ্বরদী পৌরসভায় ইসাহক আলী মালিথা (আ.লীগ মনোনীত) ২৮ ৫৯২ ভোট পেয়ে নির্বা‌চিত হয়েছেন।

১৭. দিনাজপুরের বিরামপুর পৌর নির্বাচনে সাবেক পৌর চেয়ারম্যান আক্কাস আলী (আ. লীগ) ১৫৩৮৩ ভোট পেয়ে নির্বা‌চিত হয়েছেন।

১৮. শরীয়তপুর পৌরসভা নির্বাচনে এ্যাডভোকেট পারভেজ রহমান জন (আ. লীগ) ২৩২৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বা‌চিত হয়েছেন।

১৯. হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় ছাবির আহমেদ চৌধুরী (বিএনপি) ৫৭৪৯ ভোট পেয়ে নির্বা‌চিত হয়েছেন।

২০. হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় হাবিবুর রহমান মানিক (বিএনপি) ৫০৩১ ভোট পেয়ে নির্বা‌চিত হয়েছেন।

২১. ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভায় বিল্লাল হোসেন সরকার (আ. লীগ) ১৭ ৩২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

২২. ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় গোলাম কিবরিয়া (আ. লীগ) ৫৬৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

২৩. বগুড়ার শেরপুর পৌরসভায় জানে আলম খোকা (বিএনপি) ৮৭৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

২৪. বগুড়ার সান্তাহার পৌরসভায় তোফাজ্জল হোসেন ভুট্টো (বিএনপি) ৭৭৮৮ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন।

২৫. বগুড়ার সারিয়াকান্দী পৌরসভার মতিউর রহমান মতি (আ. লীগ) ৬৫৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

২৬. গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে মো. আনিছুর রহমান (আ. লীগ) ২৩ হাজার ৪৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

২৭. সুনামগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র নাদের বখত (আ. লীগ) ২১ হাজার ৬৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

২৮. সুনামগঞ্জের ছাতক পৌরসভার বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী (আ. লীগ) ১২ হাজার ৮২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

২৯. সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় সাবেক মেয়র আক্তারুজ্জামান (স্বতন্ত্র) ৮ হাজার ৩৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

৩০. কুষ্টিয়া পৌরসভায় আনোয়ার আলী (আ. লীগ) ৬৬ হাজার ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৩১. কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় এনামুল হক (আ. লীগ) ১০ হাজার ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৩২. কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় শামসুজ্জামান অরুন (আ. লীগ) ১০ হাজার ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৩৩. কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় আনোয়ারুল কবির টুটুল (জাসদ প্রার্থী) ৮ হাজার ৮৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৩৪. কুড়িগ্রামে নাগেশ্বরী পৌরসভায় মোহাম্মদ হোসেন ফাকু (স্বতন্ত্র প্রার্থী) ১১ হাজার ৯৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

৩৫. টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় মুহাম্মদ মনিরুজ্জামান বকল (বিদ্রোহী প্রার্থী) ৮৯৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

৩৬. কুমিল্লার চান্দিনা পৌরসভায় মো. শওকত হোসেন ভূঁইয়া (আ. লীগ) ৯৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৩৭. গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় আব্দুর রশিদ সরকার ডাবলু (জাপা) ২৭০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৩৮. গাইবান্ধা পৌরসভায় মতলুবর রহমান (স্বতন্ত্র প্রার্থী) ১২ হাজার ৩৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

৩৯. মাগুরা পৌরসভায় বর্তমান মেয়র মো. খুরশীদ হায়দার টুটুল (আ. লীগ) ৩৯ হাজার ৪৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৪০. নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভায় বর্তমান মেয়র হাছিনা গাজী (আ. লীগ) প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

৪১. পিরোজপুর পৌরসভায় মো. হাবিবুর রহমান মালেক (আ. লীগ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

৪২. ফেনীর দাগনভূঞা পৌরসভায় ওমর ফারুক খান আ. লীগ) ৮ হাজার ২৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আরও আসছে…

  • 55
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে