বিভাগে একজনের মৃত্যু, রামেক হাসপাতালে ভর্তি ৩৬

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২০; সময়: ১:৪৭ অপরাহ্ণ |
বিভাগে একজনের মৃত্যু, রামেক হাসপাতালে ভর্তি ৩৬

নিজস্ব প্রতিবেদক : শীতের শুরুতেই বাড়ছে করোনার সংক্রমণ। গত মাসের শেষে রামেক হাসপাতালে করোনা আইসোলেশন ও ওয়ার্ডে ভর্তি থাকতো ১৫ থেকে ২০ জন রোগী। কিন্তু দুই সপ্তাহ থেকে করোনা আক্রান্ত রোগী বেড়েছে। বৃহস্পতিবার রামেক হাসপাতালে করোনা শনাক্ত মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৬ জনে।

আর এক সপ্তাহ পর রাজশাহী বিভাগে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিভাগের বগুড়ায় এক জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভাগে এখন মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে মোট ৩২২ জন। এর মধ্যে ১৯৫ জনের মৃত্যু হয়েছে শুধু বগুড়া জেলায়। আর রাজশাহীতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৫০ জনে। চাঁপাইনবাববগঞ্জ জেলায় ১৪ জন, নওগাঁয় ২১ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজঞ্জে ১৩ জন ও পাবনায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার রাজশাহী বিভাগে মোট ৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ২২ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৫৬২ জন। যার মধ্যে ২০ হাজার ১১৬ জন সুস্থ হয়েছেন।

রামেক হাসপাতালে বৃহস্পতিবার আইশোলেশন ও ওয়ার্ডে করোনা রোগী ভর্তি আছে মোট ৩৬ জন। যার মধ্যে ২৯-৩০ ওয়ার্ডে রোগী আছে ২৫ জন, কেবিনে রয়েছে ৬ জন ও আইসিইউতে রয়েছে মোট ৫ জন রোগী। জেলায় বৃহস্পতিবার কোন রোগীর মৃত্যু হয়নি।

 

  • 32
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে