রাজশাহীতে নারী কনস্টেবলের আত্মহত্যা

প্রকাশিত: জুলাই ১০, ২০২০; সময়: ৯:১৭ অপরাহ্ণ |
রাজশাহীতে নারী কনস্টেবলের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার নারী কনস্টেবল মিতা খাতুন মারা গেছেন। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গত মাসের ৩০ তারিখে বিষ পান করেছিলেন। তার পিতার নাম মনছুর আলী। তার বাড়ি নগরীর চন্দ্রিমা থানার কেচুয়াতৈল গ্রামে।

নগরীর চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মুনীর জানান, তার শরীরে করোনা ভাইরাসের সিমটম দেখা দেওয়ার পর তিনি তার বাবার বাসা কেচুয়াতৈলে হোম কোয়ারেন্টিনে ছিলেন। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় সেখানেই গত মাসের ৩০ তারিখে তিনি বিষ পান করেন। তাকে তখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর জুলাই মাসের ৩ তারিখে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

এরপর ৪ তারিখে অসুস্থ হয়ে পড়লে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

ওসি বলেন, হোম কোয়ারেন্টিনে থাকার ফলে হতাশা থেকেই বিষ পান করতে পারেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে