রাজশাহীতে করোনায় মৃত রোগীর মরদেহ হাসপাতালে ফেলে গেলেন স্বজনরা

প্রকাশিত: জুলাই ৫, ২০২০; সময়: ১২:০০ অপরাহ্ণ |
রাজশাহীতে করোনায় মৃত রোগীর মরদেহ হাসপাতালে ফেলে গেলেন স্বজনরা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত এক করোনা রোগীর মরদেহ হাসপাতালে ফেলে রেখে চলে গেছেন তার স্বজনরা।

মৃত ওই করোনা রোগীর নাম আজাদ আলী। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি নওগাঁর পত্মীতলার জামগ্রামে।

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী মারা যান। তখন রোগীর স্বজনরা ছিলেন। কিন্তু মারা যাওয়ার পর থেকে ওই রোগীর স্বজনদের আর হাসপাতালে পাওয়া যায়নি। রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্তও রোগীর স্বজনদের কেউ আসেনি। পরে হাসপাতাল থেকে রোগীর স্বজনদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেছেন, আমরা রোগী নেব না। আপনারা দাফন করে দেন।

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, আমরা রোগীর স্বজনদের সাথে যোগাযোগ করলে তারা রোগী নেবেন না বলে জানিয়েছেন। এখন আমরা কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে লাশ দাফনের চেষ্টা করছি।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে