করোনার প্রকোপ বাড়ায় সব সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২; সময়: ১২:২৭ অপরাহ্ণ |
খবর > চাকরি
করোনার প্রকোপ বাড়ায় সব সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

পদ্মাটাইমস ডেস্ক : ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠেয় সব সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিএসসির সদস্য সচিব মো. আজিুজল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরাজমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় ১ ফেব্রুয়ারি থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সব ধরনের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

পরবর্তীতে কম সময়ের নোটিশে পরীক্ষার্থীরা যাতে স্থগিত হওয়া পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারেন, সে জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এর আগে প্রতিষ্ঠাননি সমন্বিত ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করে। তবে দিনকে দিন করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় সরকারি সব ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে।

এছাড়াও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, মৎস্য অধিদপ্তর, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে