একাধিক পদে শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১; সময়: ৯:৪৭ পূর্বাহ্ণ |
খবর > চাকরি
একাধিক পদে শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

পদ্মাটাইমস ডেস্ক : শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়টির অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে লোকবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : অধ্যাপক, বিভাগ : বাংলা, অর্থনীতি, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান, বেতন স্কেল : ৫৬,৫০০–৭৪,৪০০ (গ্রেড–৩),
পদের সংখ্যা : ৩ (বর্ণিত যেকোনো বিষয় থেকে)

পদের নাম : সহযোগী অধ্যাপক, বিভাগ : ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, বেতন স্কেল : ৫০০০০-৭১,২০০ (গ্রেড-৪), পদের সংখ্যা : ৪ (বর্ণিত যেকোনো বিষয় থেকে)

পদের নাম : সহকারী অধ্যাপক, বিভাগ : ইংরেজি, ইতিহাস, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ (গ্রেড-৬), পদের সংখ্যা : ৩ (বর্ণিত যেকোনো বিষয় থেকে)

যেভাবে আবেদন করতে হবে : আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

পূরণ করা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় কাগজপত্রের এক সেট সত্যায়িত কপি ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে/হাতে হাতে আগামী ২৩ ডিসেম্বর অফিস সময়ের মধ্যে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর–১৭০৪ ঠিকানায় পৌঁছাতে হবে। অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে।

আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংকে পাওয়া যাবে।

আবেদন ফি : রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় বর্ণিত পদের জন্য ১ হাজার ৫০০ টাকা পে-স্লিপের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময় : ২৬ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ২৩ ডিসেম্বর বিকেল চারটা পর্যন্ত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে