মাউশিতে চাকরি, আবেদন ফি ১০০ টাকা

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১; সময়: ২:৩১ অপরাহ্ণ |
খবর > চাকরি
মাউশিতে চাকরি, আবেদন ফি ১০০ টাকা

পদ্মাটাইমস ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘সরকারি কলেজগুলোতে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প’–এর আওতায় অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
বেতন স্কেল: গ্রেড-১৬

বয়সীমা: ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা/শারীরিক প্রতিবন্ধী/পোষ্যদের ক্ষেত্রে ৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ বা জিপিএ ন্যূনতম ২.০০। বাংলা ও ইংরেজি টাইপে প্রতি মিনিটে ২৫ ও ৩০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের প্রকল্প পরিচালক, সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প বরাবর ১০০ টাকার ব্যাংক ড্রাফট করতে হবে। আবেদনপত্র ডাক/কুরিয়ারে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা- সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কক্ষ নম্বর ৮০৪, ৮ম তলা, ২য় ব্লক, শিক্ষা ভবন, ১৬ আবদুল গণি রোড, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২১।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে