রাজশাহীতে সরকারি চাকরির সুযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১; সময়: ১১:৪০ অপরাহ্ণ |
রাজশাহীতে সরকারি চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক : শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। রাজস্ব খাতের চার পদে ৬০ জনকে নেবে প্রতিষ্ঠানটি। তবে এসব পদে শুধু রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। অনলাইনেই করা যাবে আবেদন।

পদের নাম : পরিবার পরিকল্পনা সহকারী (গ্রেড-১৫), পদসংখ্যা : ১, আবেদনের যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস, বেতন: ৯৭০০ থেকে ২৩৪৯০ টাকা।

পদের নাম : পরিবার পরিকল্পনা পরিদর্শক (গ্রেড-১৬), পদসংখ্যা : ১২ (শুধু পুরুষ), আবেদনের যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস, বেতন: ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা।

পদের নাম : পরিবারকল্যাণ সহকারী (গ্রেড ১৭), পদসংখ্যা: ৪৫ (শুধু নারী), আবেদনের যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস, বেতন: ৯০০০ থেকে ২১৮০০।

পদের নাম: আয়া (গ্রেড ২০), পদসংখ্যা: ২ (শুধু নারী), আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস, বেতন: ৮২৫০ থেকে ২০০১০ টাকা।

আবেদনের বয়স : গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয় এবং ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। করোনা ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল অনেক চাকরির নিয়োগ ও পরীক্ষা। তাই সরকার চাকরির আবেদনের জন্য বয়সসীমা কমিয়ে দেওয়া হয়।

গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা http://dgfprajs.teletalk.com.bd -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে